বিদ্যালয়ের সংক্ষিপ্ত পরিচিতি
‘বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়’, মতিঝিল, ঢাকা ১৯৬১ খ্রিষ্টাব্দে স্টেট ব্যাংক অব পাকিস্তানের সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন পাকিস্তানের পূর্ব পাকিস্তানস্থ (বর্তমান মতিঝিল, ঢাকা-১০০০) স্টেট ব্যাংক অব পাকিস্তান শাখার কর্মকর্তা-কর্মচারীদের সন্তান-সন্ততিদের পড়ালেখার সুবিধার্থে কর্মচারি নিবাসের ০২(দুই) একর জমির উপর দ্বিতল ভবনের নিচতলার একটি বাসায় ‘স্টেট ব্যাংক অব পাকিস্তান প্রিপারেটরী স্কুল’ নামে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির প্রথম প্রধান শিক্ষক ছিলেন মরহুম মিসেস মমতাজ বেগম। পর্যায়ক্রমে কর্তৃপক্ষের প্রচেষ্টায় বিদ্যালয়টি মাধ্যমিক শাখায় উন্নীত হয়। বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের ঐকান্তিক ইচ্ছায় ২০১৪ সালে পাঁচতলা ভবন আকারে আধুনিক সুবিধা সম্বলিত স্কুলটি পুন: নির্মিত হয়। বাংলাদেশ ব্যাংকের আর্থিক সহযোগিতায় বর্তমানে সু-দক্ষ ম্যানেজিং কমিটির সার্বিক তত্ত্বাবধানে বিষয় ভিত্তিক অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা স্কুলটি পরিচালিত হচ্ছে।
সভাপতির বাণী
বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়- এর পরিচালনা পর্ষদ ,সকল শিক্ষক/শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারী এবং মতিঝিলবাসী সহ প্রিয় দেশবাসীকে তথ্য ও প্রযুক্তির উৎকর্ষতার যুগে আপনাদের সু-স্বাগতম। বর্তমান যুগ বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির উৎকর্ষের যুগ।আধুনিক বিশ্বের সকল ক্ষেত্রে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি পালন করছে বিস্ময়কর ভূমিকা। শিক্ষা ক্ষেত্রে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির ব্যবহার ইতোমধ্যেই বিশ্বব্যাপী বিরাট আলোড়নের সৃষ্টি করেছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা উপকরণ ও তথ্য-প্রযুক্তির ব্যবহার শুরু করেছে তাদের মধ্যে বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় অগ্রগণ্য। ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানে ইতোমধ্যে বিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড